রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 

মাগুরার মহম্মদপুরে বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে জিয়া মোল্লা নামের একজনের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত জয়নদ্দিনের ছেলে। 

জানা গেছে, গত শনিবার রাতে নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে হয়ে জিয়া মোল্লা আহত হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের নিকট নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল ইসলাম বলেন, এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টিএইচ